Hot Posts

6/recent/ticker-posts

 অযু করার সুন্নাত পদ্ধতি ও দোয়া 

১. অযুর নিয়ত করা।

২. ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা।

৩. উভয় হাতের কব্জি পর্যন্ত তিনবার ধৌত করা প্রথমে         ডান হাত অতঃপর বাম হাত ধৌত করা। 

৪. মেসওয়াক করা অন্ততপক্ষে তিনবার ডান থেকে বাম       উপর থেকে নিচের দিকে।

৫. ডান হাত দিয়ে পানি নিয়ে তিনবার কুলি করা। 

৬. ডান হাত দ্বারা তিনবার নাকে পানি দেওয়া। 

৭ . বাম হাত দ্বারা না ক পরিষ্কার করা। 

৮. দাড়ি খেলাল করা।

৯. হাত পায়ের আঙ্গুল খেলাল করা।

১০. প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ তিনবার করে ধৌত করা। 

১১. পুরা মাথা মাসাহ করা।

১২. কান মাসাহ করা।

১৩ . তারতীবের  সহিত অযু করা।

১৪. অযুর অঙ্গ গুলো ধারাবাহিক ভাবে ধোয়া যাতে এক অঙ্গ ধোয়ার পূর্বে অন্য অঙ্গ শুকিয়ে না যায়।


ওযুর শেষে  দাঁড়িয়ে আসমানের দিকে তাকিয়ে কালিমা শাহাদাত পড়া মুস্তাহাব।

ওযুর শেষে এই দোয়া পড়া মুস্তাহাব 

اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين

অর্থ হে আল্লাহ আমাকে তওবা কারীদের অন্তর্ভুক্ত কর

এবং আমাকে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত কর। 

হাদিস শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তি ওযুর শেষে এই দোয়াগুলো পড়বে তার জন্য জান্নাতের আটটি দরজা খোলা হবে, সে যেকোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে।

এ দোয়াটি ও বর্ণিত আছে, سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك واشهد ان محمدا عبدك ورسولك

উচ্চারণ: সুবহানাকাল্লাহুম্মা ও বিহামদিকা আশহাদু আললা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ও আতুবু ইলাইকা ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রসুলুকা ।

অর্থ হে আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করছি আপনার প্রশংসার সাথে, এবং সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া কোন মাবুদ নেই। আপনার কাছে ক্ষমা চাচ্ছি এবং তওবা করছি। আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বান্দা এবং রাসুল। 

অতঃপর দুই রাকাত নামাজ পড়বে, এই নামাজ কে তাহিয়্যাতুল অযু বলা হয়।

হাদিস শরীফে বর্ণিত হয়েছে , উকবা বিন আমের হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যখনই কোন ব্যক্তি উত্তম রূপে অজু করে অতপর দাঁড়ায় একাগ্র চিত্তে দুই রাকাত সালাত আদায় করে, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়।



Post a Comment

0 Comments